ঘরোয়া উপায়ে ত্বক উজ্জ্বল ও ফর্সা করুন। Brighten and nourish the skin in a homely way.


Bangla Version :

অনেকেই আছেন যারা ত্বকের যত্নে জন্য কিংবা ত্বক ফর্সা করার জন্যা বিউটিপার্লারে গিয়ে থাকেন। বিউটিপার্লারে অনেক ধরনের প্রডাক্ট ব্যবহার করে থাকে যা ত্বকে অনেক ক্ষতি করে। তাই আমরা পার্লারে না গিয়ে খুব সহজে ঘরোয়া উপায়ে পেতে পারি সুন্দর লাবন্যময় ত্বক। কি ভাবে ঘরোয়া উপায়ে ত্বক উজ্জ্বল ও ফর্সা করা যায় তা আমি আপনাদের ৫ টি উপায় বলে দিবোঃ

১। বেসন, লেবুর রস ও কাঠ বাদামঃ বেসন, লেবুর রস ও কাঠ বাদাম এক সাথে পেস্ট করে ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ পরিস্কার করে ফেলুন। বেসন ও লেবুর রস মুখের মৃত কোষ ও কালো দাগ দূর করতে সাহায্য করে। কাজু বাদাম ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

২। পেঁপেঃ একটা পেঁপে নিয়ে প্রথমে তার খোসা ছাড়িয়ে নিন। পেঁপেটাকে পিষে ঘন পেস্ট বানিয়ে নিন তারপর মুখে লাগান। রোদে পুরে যে সব জায়গা কালো হয়ে গেছে সে সব জায়গায় এই পেস্টটি ব্যবহার করতে হবে। এই পেস্টটি প্রতিদিন ১ ঘন্টা ব্যবহার করুন। এভাবে টানা ৩ মাস ব্যবহার করুন।

৩। টমেটোঃ একটা টমেটো নিয়ে চেপে রস ও টমটোর ভিতরের আংশটা বের করে ভালোভাবে পেস্ট করে মুখে লাগান। পেস্টটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধূয়ে ফেলুন। প্রতিদিন এভাবে ব্যবহার করুন আন্তত ৬ মাস। এতে করে আপনার লাবন্যতা ফিরে আসবে।

৪। দুধ ও জাফরানঃ ২৫০ মিঃলি দুধ নিন তার মধ্যে কিছু জাফরান ফেলে ভালোভাবে মিক্স করুন কোন ধরনের মেসেজ করা ছাড়াই মুখের সারা ত্বকে সমান ভাবে লাগান। এভাবে কিছুক্ষন রেখে দিন। জাফরান মিশ্রিত দুধ মুখে লাগানোর পাশাপাশি খেতেও পারেন। জাফরান মিশ্রিত দুধ ত্বক ফর্সার জন্য খুবই কার্যকরী একটি উপাদান।

৫। শসাঃ শসার মধ্যে রয়েছে ত্বক ফর্সা করার আনেক গুন। সবজি হাওয়ায় এটি যে কারো জন্য ব্যবহার কারার উওম পরামর্শ। শসাতে আছে এমন সব উপাদান যা ম্যালানিনের উপস্থিতি কামায়। ত্বকের পুড়ে যাওয়া বা তামাটে হয়ে যাওয়া রোধ করে। এর জন্য ডক্তাররা শসা ব্যবহার ও খাওয়ার পরামর্শ দেন। এটা পেস্টের মত মতো করে লাগাতে পারেন অথবা এর রস লাগাতে পারেন। শসা যে শুধু ত্বক সুন্দর করে তাই নয়। শসা চোখের নিচে কালো দাগ দূর করতে সাহায্য করে। তাই শসা গোল গোল করে কেটে চোখে উপর লাগাতে বুলবেনা।

উপরের উল্লেখীত টিপস গুলো নীর সন্ধেহে কার্যকরী। এগুলো যে কোন সময়ে আপনার কাজে দিবে। এগুলো ব্যাবহারে আপনার ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে। আশা করি আমার বলা টিপস গুলো আপনাদের উপকারে আসবে। Bangla Beauty Tips

English Version :

There are many people who go to beauty care for skin care or skin care. BeautyPerler uses many types of products that cause a lot of damage to the skin. So without going to the parlor, we can easily get homemade lavender skin. Here are three ways I can tell you how to brighten and brighten your skin at home:


1. Besan, lemon juice and wood almonds: Paste besan, lemon juice and wood almonds together and keep it for 5 minutes. Then rinse your face with cold water. Besan and lemon juice help to remove dead cells and black spots on the face. Cashew nuts hold moisture in the skin.


2. Papaya: Take a papaya and remove it first. Make the papaya thick paste and then apply it on the face. This paste should be used everywhere in the sun that has turned black. Use this paste for 3 hours every day. Use this way for 6 months.


3. Tomato: Take a tomato and press the juice and the inside of the tomato paste and paste it in the mouth. When the paste is dry, rinse it with cold water. Use this way every day for 6 months. This will return your liability.


4. Milk and Saffron: Take 20 ml of milk and mix well with some saffron and apply it evenly on the entire skin without any kind of messaging. Keep it that way for a while. Saffron mixed milk can be eaten in addition to mouth. Saffron mixed milk is a very effective ingredient for skin irritation.


5. Cucumber: Cucumber contains a number of skin blemishes. Wow advice on using it for anyone when it comes to vegetables. Cassia contains all the ingredients that make up the presence of melanin. Prevents skin burns or itching. For this, doctors advise the use and consumption of mucus. You can apply it like a paste or add juice. Not just cucumbers that make the skin beautiful. Cucumber helps remove black spots under the eyes. Therefore, do not forget to cut the mussel round and apply it on the eyes.


The tips mentioned above are effective in the evening. They will serve you at any time. Using these will help to brighten and brighten your skin. I hope my tips will help you. Bangla Beauty Tips

No comments

Powered by Blogger.