শীতে ত্বক ভাল রাখতে চান? এই ৭ টি টিপস অবশ্যই মেনে চলুন|| Dry Skin Care Tips

 

1/8 শীতে বাতাসের আর্দ্রতা কমে যায়। ফলে ত্বক শুকিয়ে যাওয়াটাই স্বাভাবিক। ফলে এই সময়ে ত্বকের আর্দ্রতা রক্ষার বিষয়ে আপনাকে একটু বাড়তি নজর দিতে হবে। ছবি: পিক্সাবে
2/8 নিয়মিত নারকেল মাখতে পারেন। সত্যি বলতে, বাজার চলতি তথাকথিত অলিভ অয়েল বা আমন্ড অয়েলের তুলনায় এটি অনেক বেশি সস্তা। তাছাড়া ফুড গ্রেড নারকেল তেল কিনলে, তাতে অন্য কিছু মিশে থাকার সম্ভাবনাও নেই। তাই নারকেল নিয়মিত মাখুন। ছবি: পিক্সাবে

3/8 অনেকে ত্বকে ভিটামিন সি, রেটিনল জাতীয় সিরাম নিয়মিত ব্যবহার করেন। এমন ক্ষেত্রে কিন্তু শীতকালে সাবধান। এই জাতীয় সিরামে ত্বকের আরও বেশি ময়েশ্চরাইজারের প্রয়োজন। ফলে সেই বিষয়ে নজর রাখবেন। ছবি: পিক্সাবে



4/8 সপ্তাহে ১-২ দিন মধুর প্যাক ব্যবহার করতে পারেন। সরাসরি মধু ত্বকে ম্যাসাজ করুন। এরপর ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চাইলে হলুদ, অ্যালোভেরা জেল মিশিয়েও ব্যবহার করতে পারেন। ছবি: পিক্সাবে

5/8 শীতকাল মানে এমন নয় যে সানস্ক্রিনের প্রয়োজন নেই। সূর্যের অতিবেগুনী রশ্মির প্রভাবে আপনার ত্বক ক্ষতিগ্রস্থ হতে পারে। ফলে শীতেও ময়েশ্চরাইজার মেখে তার ৫ মিনিট বাদে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন। ছবি: পিক্সাবে

6/8 অনেকে শেভ করার পর আফটার শেভ ব্যবহার করেন। সেই আফটার শেভ যাতে ‘অ্যালকোহল-ফ্রি’ হয়, সেদিকে খেয়াল রাখবেন। নয় তো এটি আপনার ত্বক আরও শুষ্ক করে দেবে। শেভ করার পর মুখ ধুয়ে অবশ্যই ময়েশ্চরাইজ করুন। ছবি: পিক্সাবে


7/8 শীতকালে অনেকের জল কম খাওয়ার বদ অভ্যাস থাকে। এমনটা থাকলে এই শীতে তা বাদ দিন। নিয়মিত জল পান করাটা ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবি: পিক্সাবে

No comments

Powered by Blogger.