শীতে ত্বক ভাল রাখতে চান? এই ৭ টি টিপস অবশ্যই মেনে চলুন|| Dry Skin Care Tips
3/8 অনেকে ত্বকে ভিটামিন সি, রেটিনল জাতীয় সিরাম নিয়মিত ব্যবহার করেন। এমন ক্ষেত্রে কিন্তু শীতকালে সাবধান। এই জাতীয় সিরামে ত্বকের আরও বেশি ময়েশ্চরাইজারের প্রয়োজন। ফলে সেই বিষয়ে নজর রাখবেন। ছবি: পিক্সাবে
4/8 সপ্তাহে ১-২ দিন মধুর প্যাক ব্যবহার করতে পারেন। সরাসরি মধু ত্বকে ম্যাসাজ করুন। এরপর ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চাইলে হলুদ, অ্যালোভেরা জেল মিশিয়েও ব্যবহার করতে পারেন। ছবি: পিক্সাবে
5/8 শীতকাল মানে এমন নয় যে সানস্ক্রিনের প্রয়োজন নেই। সূর্যের অতিবেগুনী রশ্মির প্রভাবে আপনার ত্বক ক্ষতিগ্রস্থ হতে পারে। ফলে শীতেও ময়েশ্চরাইজার মেখে তার ৫ মিনিট বাদে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন। ছবি: পিক্সাবে
6/8 অনেকে শেভ করার পর আফটার শেভ ব্যবহার করেন। সেই আফটার শেভ যাতে ‘অ্যালকোহল-ফ্রি’ হয়, সেদিকে খেয়াল রাখবেন। নয় তো এটি আপনার ত্বক আরও শুষ্ক করে দেবে। শেভ করার পর মুখ ধুয়ে অবশ্যই ময়েশ্চরাইজ করুন। ছবি: পিক্সাবে
No comments